1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার অস্থায়ী ক্যাম্প ।

মোঃ শহিদুল ইসলাম।জামালপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার অস্থায়ী ক্যাম্প ।

দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নং পাররামরামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেনের মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও স্বল্পমূল্যে সানি অপারেশনের একটি অস্থায়ী ক্যাম্প পরিচালনা করা হয় ‌।

আজ বুধবার বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোর ইউনিয়নের বাট্রাজোর নগর মাহমুদ উচ্চ বিদ্যালয় এ অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করেন। সার্বিক সহযোগিতা করেন বাট্রাজোর নগদ মাহমুদ উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মুরাদুজ্জামান মুরাদ। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মানব সেবা ফাউন্ডেশনের পরিচালক এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ শাখাওয়াত হোসেন।চিকিৎসা সেবা ব্যবস্থায় ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল,আমলাপাড়া, জামালপুর এর একদল সুদক্ষ চিকিৎসক।

আজ বুধবার সকাল নয় ঘটিকা থেকে দুপুর দুই ঘটিকা পর্যন্ত চলে এ চিকিৎসা সেবা। এতে দূর-দূরান্ত থেকে অসংখ্য চক্ষু রোগীরা চিকিৎসা নিতে আসেন। বিনামূল্যে চিকিৎসা নিতে পেরে গ্রামের অসহায় মানুষগুলো আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, মানব সেবা ফাউন্ডেশনের পরিচালক মোঃ শাখাওয়াত হোসেনের উদ্যোগে আমাদের বাড়ির কাছে এসেই বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়ায় আমরা খুশি।

চক্ষু চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বলেন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও স্বল্পমূল্যে ছানি অপারেশনের এবং বিনামূল্যে চশমা দেওয়ায় আমরা খুশি, শাখায়াত ভাই যেন এভাবেই গরিব-দুখী মানুষের পাশে দাঁড়াতে পারে।

আজ উক্ত ক্যাম্পে প্রায় বিনামূল্যে ১৯০জন চক্ষু রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। শাখাওয়াত হোসেনের মানব সেবা ফাউন্ডেশনের উদ্যেগে ১২০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করেন।১২জন রোগীকে স্বল্পমূলে সানি অপারেশনের জন্য জামালপুর ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট