1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

হঠাৎ আলোচনায় ‘কমলার বনবাস’ সিনেমা বিনোদন ডেস্ক:

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

 

বিনোদন ডেস্ক:

নব্বই দশকের জনপ্রিয় সিনেমা ‘কমলার বনবাস’। একই নামে ঢাকা ও কলকাতার হলে সিনেমাটি দুটি দর্শকের মাঝে আলোড়ন সৃষ্টি করেছিল। মুক্তির প্রায় তিন দশক পর হঠাৎ আবারও সিনেমাটি ঘিরে আলোচনা চলছে সামাজিকমাধ্যমে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরের পর থেকে সামাজিকমাধ্যমে ‘কমলার বনবাস’ সিনেমার পোস্টার শেয়ার করছেন অনেকে। সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে মেতেছেন শোবিজ তারকারাও।

অভিনেত্রী বিজরী বরকতউল্লাহসহ আরও অনেকে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কমলার বনবাস’। সঙ্গে জুড়ে দিয়েছেন দুঃখের ইমোজি। বিজরীর পোস্টে ২ হাজারের ওপর বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। মন্তব্য এসেছে সাড়ে তিন শতাধিক।

এদিন বিকেলে দেখা গেছে, ফেসবুকে প্রায় ১০ হাজারের অধিক ‘কমলার বনবাস’ শব্দটি নিয়ে আলোচনা করেছেন নেটিজেনরা। বর্তমানে ‘কমলার বনবাস’ নামটি ‘পপুলার নাউ’ হিসেবে দেখাচ্ছে নেটমাধ্যমে।

 

হঠাৎ কেন আলোচনায় ‘কমলার বনবাস’? তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ইঙ্গিত করছেন, মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসের ভরাডুবিকে প্রতীকীভাবে ‘কমলার বনবাস’র সঙ্গে তুলনা করা হচ্ছে।

সিনেমার পাশাপাশি ‘কমলার বনবাস’ নিয়ে বহু যাত্রাপালাও হয়েছে। বিশেষ করে গ্রামের দর্শকের মাঝে কমলা চরিত্রটি তুমুল জনপ্রিয়।

প্রসঙ্গত, ঢাকায় ‘কমলার বনবাস’ নির্মাণ করেন ফিরোজ আল মামুন। এতে আনোয়ার শরীফ, রেবেকা, নাসির খানসহ আরও অনেকেই অভিনয় করেছেন। অন্যদিকে কলকাতায় একই নামে আরেকটি ছবি বানিয়েছেন পরিচালক স্বপন সাহা। এতে অভিনয় করেছেন, তাপস পাল, শতাব্দী রায়সহ প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট