বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে কাহারোলে প্রতিবাদ জানিয়েছেন সনাতন সম্প্রদায়ের লোকজন।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে।
এ ঘটনার প্রতিবাদে দিনাজপুরের কাহারোলে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৫ টায় কাহারোল ধান হাটি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সনাতন সম্প্রদায়ের লোকজন। বিক্ষোভ মিছিলটি ধান হাটি থেকে শুরু হয়ে উপজেলার গেট ঘুরে এসে শেষ হয় আমতলী মোরে।
বিক্ষোভ মিছিল শেষে আমতলী মোরে অবস্থান নিয়ে বক্তারা বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। বিনা অপরাধে কেন তাকে গ্রেফতার করা হলো? অতি শিগগিরই তাকে মুক্তির দাবি জানান।