বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ৯ ডিসেম্বর সোমবার বিকেল ৪ টায় কাহারোল উপজেলা চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ আফসানা মোস্তারীর সভাপতিত্বে সমাজ সেবা অফিসার মোঃ রাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম. বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন.পল্লী শ্রী এনজিও কর্মকর্তা মোঃ মনতাজুল ইসলাম. সহ সন্মাননা গ্রহণ কারী জয়ীতা বৃন্দ প্রমুখ।