1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

খুবির তিনটি একাডেমিক ভবনে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন

সঞ্চিতা সরকার, ক্যাম্পাস প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

 

সঞ্চিতা সরকার, ক্যাম্পাস প্রতিনিধি

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনে পর্যায়ক্রমে স্থাপন করা হলো ডিজিটাল নোটিশ বোর্ড।

 

আজ ০৬ মার্চ (বৃহস্পতিবার) ২নং একাডেমিক ভবনের নিচতলার প্রবেশমুখে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়। সকাল ১০টায় ফিতা কেটে এ নোটিশ বোর্ডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সময়ের সাথে প্রযুক্তিগত ক্ষেত্রে এগিয়ে যেতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগ প্রশংসনীয়। এ নোটিশ বোর্ডে যাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি ও নোটিশের পাশাপাশি ক্লাস-পরীক্ষার সিডিউল, আবাসিক হলের সিট বরাদ্দ আবেদন, বিভিন্ন স্কলারশিপ নিউজ প্রদর্শন করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেন। একই সাথে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এ সময় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে ডিজিটাইজেশনের অংশ হিসেবে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ, অনুুষ্ঠানের ছবি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের অর্জন, অগ্রগতি ও অনুষ্ঠানের ছবি প্রদর্শন করা হবে। শিক্ষার্থীদের চাওয়াকে গুরুত্ব দিয়ে যাতে ডিজিটাল নোটিশ বোর্ড পরিচালনা করা হয়, সেদিকে গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, ব্যতিক্রমধর্মী আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় সবসময় অনন্য। এ বছর বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের প্রথমবারের মতো ক্রীড়া সূচি ও সাংস্কৃতিক পক্ষ যুক্ত করা হয়েছে। এছাড়া ছাত্রী হলগুলোতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এটি স্থাপন প্রক্রিয়া শুরু হবে। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনের এই পথচলায় শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ৪ মার্চ (মঙ্গলবার) ১নং একাডেমিক ভবন, ৫ মার্চ (বুধবার) ৩নং একাডেমিক ভবনে নিচতলার প্রবেশমুখে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট