1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

শ্যামনগরের শীর্ষ চাঁদাবাজ লিটন দুই সহযোগীসহ গ্রেপ্তার।

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে মোঃ লিটন হোসেন গাজী (৩০) ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১৪ মার্চ) তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তর লিটনের দুই সহযোগী হলেন, শ্যামনগর পৌরসভার ইসমাইলপুর গ্রামের আবু বক্কর সরদারের ছেলে সাগর হোসেন ও কৈখালী ইউনিয়নের শিবচন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আবির হাসান আশিক।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ ক্যাম্পে দায়িত্বরত মেজর মোঃ ফাহিমের নেতৃত্বে নূরনগর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ওই এলাকার শীর্ষ চাঁদাবাজ লিটনকে তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি চায়না চাকু, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ইয়াবাসহ ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার হয়েছে। এছাড়াও তাঁর কাছে (লিটনের) পাওয়া ফোন চেক করে ৫ আগস্ট থানা লুট করে নিয়ে যাওয়া পুলিশের নাইন এমএম অস্ত্রের ছবি ও ভিডিও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাঁর কাছে এই অস্ত্র রয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, সেনাবাহিনী লিটনসহ তাঁর দুই সহযোগীকে শ্যামনগর থানা হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রসঙ্গত, গ্রেফতারকৃত লিটন এর আগে শ্যামনগর থানা পুলিশের হাতে অস্ত্রসহ আটক হয়। তাছাড়া তাঁর বিরুদ্ধে শ্যামনগর, কালীগঞ্জ ও সাতক্ষীরা সদর থানায় হত্যা, মাদক ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও লিটনসহ তাঁর সহযোগীরা চোরাকারবারীর সঙ্গে জড়িত বলেও জানা গেছে। সে ভারত-বাংলাদেশ সীমান্তের নৈকাটি এলাকার চোরাকারবারী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট