নাগেশ্বরী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে কিছু স্থানিয় উশৃঙ্খল ছেলে ফ্রি ফর্ম ফিলাপের সুবিধা না পেয়ে কলেজের প্রভাষক কে জোর করে বেরকরে দিয়ে আসবাবপত্র ভাংচুরসহ প্রয়োজনীয় কাগজ পত্র ছিরে ফেলে।
ঘটোনার সূত্রপাত : এইচ এস
সি (বিএমটি) প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা ২০২৫ কে সামনে রেখে নাগেশ্বরী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে ফর্মফিলাপ চলমান।এর মধ্যে গত ১৩/০৩/২০২৫ তারিখে স্থানীয় কিছু দালাল দায়িত্ব প্রাপ্ত প্রভাষকে ফর্ম ফিলাপের অর্থছারে জন্য চাপ দেয়,দায়িত্ব প্রাপ্ত প্রভাষক অধ্যক্ষ মহাদয়ের অর্থ ছারের সম্মতি আনতে বলে
কিন্ত দালাল ও কিছু স্থানিয়ো যুবোক বলে আমরা সম্মতি আনতে পারবো না,আপনাকে টাকা কম নিতে হবে বলে চলে য়ায়।
১৬/০৩/২০২৫ তারিখে আনুমানিক বেলা ১২. ৩০ মিনিটে কিছু স্থানিয়ো বকাটে যুবোক এসে বলে আপনি অধ্যক্ষ কে ফোন দেন কিন্তু অধ্যক্ষ মহাদয়ের ফোন বন্ধ থাকে দালালরা পুরা কথা না শুনে দায়িত্ব প্রাপ্ত প্রভাষ কে গালা গালি করে এবং বলে এখন স্থানীয় সকল ছাত্রকে ফ্রি ফর্ম ফিলাম করাবি।
টেবিলে থাকা প্রয়োজনীয় কাগজ পত্র ছিরে ফেলে,আসবাপত্র ভাংচুর করে এক সময় তাকে অবরুদ্ধ করে,পরে দায়িত্বরত প্রভাষক ৯৯৯ এ ফোন দিলে উশৃঙ্খল যুবক সরে যায়। প্রায় ২ ঘন্টা পর পুলিশ আসে।পুলিশ থানায় অভিযোগ করতে বলে চলে যায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয় নাই।
দায়িত্ব প্রাপ্ত প্রভষক বলেন অধ্যক স্যার ও সভাপতি মহাদয়ের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।