1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোষ্টে এক কোটি টাকার অবৈধ মালামালসহ আটক ২

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের চেকপোষ্ট দিয়ে আমদানী/রপ্তানীর কাভার্ড ভ্যান তল্লাশী করে ০২ জন আসামী এবং ০১টি কাভার্ড ভ্যানসহ এক কোটি টাকা মূল্যের পন্য সামগ্রী জব্দ করেছে বিজিবি।

 

বিজিবি সূত্রে, ০৭ এপ্রিল সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যগণ বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ভারতীয় উন্নতমানের সার্জিক্যাল সূতা, পানির মটর এর ওয়াসার এবং যানবাহনের ইলেকট্রিক ফিউজ সহ ০১টি বাংলাদেশী কাভার্ড ভ্যান আটক করে।

 

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী খালী কাভার্ড ভ্যানে চোরাচালানী মালামাল বহন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অদ্য ০৭ এপ্রিল ২০২৫ তারিখ ১০০০ ঘটিকায় মেইন পিলার ৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুলিশ ইমিগ্রেশনের উত্তর পার্শ্বে ভোমরা আইসিপির নায়েব সুবেদার মোঃ সুলতান আহমেদ এর নেতৃত্বে দায়িত্বরত চৌকষ বিজিবি সদস্যগণ অবস্থান গ্রহণ করে। এ সময়ে ০১টি খালী কাভার্ড ভ্যান রপ্তানী মালামাল ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আগমনকালে চেকপোষ্ট এলাকায় অবস্থানরত টহল সদস্যরা কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশীকালে ভারতীয় উন্নতমানের সার্জিক্যাল সূতার প্যাকেট ৪৭৫ পিস, পানির মটর এর ওয়াসার ১৪০ পিস (ছোট ৭০ পিস, বড় ৭০ পিস) এবং যানবাহনের ইলেকট্রিক ফিউজ ৮০ পিস জব্দ করে। এ সময়ে আভিযানিকদল অবৈধভাবে ভারতীয় মালামাল চোরাচালানের দায়ে কাভার্ড ভ্যানের চালক মোঃ শাহ আলম (৩০), গ্রাম-হাতিয়াবর, ডাকঘর-বিওএফ-১৭০৩, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর এবং হেলপার মোঃ আবুল হাসেম (৫০), গ্রাম-ভাওরাইদ আড়াইশতপ্রসাদ, ডাকঘর-ইপশা, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুরকে (ঢাকা মেট্রো-ট-২০-৮৯১৫) কাভার্ড ভ্যানসহ আটক করে।

আটককৃত চোরাচালানী মালামালের মূল্য ভারতীয় উন্নতমানের সার্জিক্যাল সূতা ৪৭৫ পিস x ৮০০/- = ৩,৮০,০০০/- টাকা, পানির মটর এর ওয়াসার ১৪০ পিস (বড় ৭০ পিস x ৪০০/- = ২৮,০০০/- টাকা, ছোট ৭০ পিস x ৩০০/- = ২১,০০০/-) ৪৯,০০০/- টাকা, যানবাহনের ইলেকট্রিক ফিউজ ৮০ পিস x ২০/- = ১,৬০০/- টাকা এবং ০১ টি বাংলাদেশী কাভার্ড ভ্যান ৯৬,০০,০০০/- টাকা। সর্বমোট সিজার মূল্য= ১,০০,৩০,৬০০/- (এক কোটি ত্রিশ হাজার ছয়শত) টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ আটককৃত মালামাল ও কার্ভাড ভ্যান আসামীসহ থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধকল্পে বিজিবির এরূপ মহতী উদ্যেগ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট