1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি অফিসের ক্যামেরা, ল্যাপটপ ও টেলিভিশন চুরির ঘটনায় মামলা দায়ের

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

আব্দুর রহিম, নড়াইল জেলা

 

নড়াইলের ‘লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র অফিস থেকে ক্যামেরা, ল্যাপটপ ও টেলিভিশন চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার বাদী লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এস এম আলমগীর কবির।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে মোকাম বিজ্ঞ আমলী আদালত লোহাগড়া, নড়াইলে মামলাটি দায়ের করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী জানান, মামলাটির বিষয়ে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন এই মর্মে আদেশ দিয়েছেন আগামী ২৬শে জুন ধার্য তারিখের মধ্যে ডিবি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পরে ব্যবস্থা নেয়া হবে।

আসামীরা হলো- ১। শ, ম কামাল হোসেন (৫০), ২। মোসাঃ রিয়া শারমিন (৩৮)।

মামলার বিবরণে জানা যায়,

আসামীরা অত্যান্ত দুর্দান্ত, সন্ত্রাসী, নির্মম, নিষ্ঠুর, চৌর্য্য, চুরি, চাঁদাবাজী, লুণ্ঠন, রাহাজানী প্রকৃতির লোক। বাদী একজন সহজ সরল নিরীহ শান্তি প্রকৃতির লোক। বাদী লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির সাথে জড়িত ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক। আসামীরা প্রায়ই বাদীর অফিসে আসা যাওয়া করিত। ঘটনার দিন ইং ১৫/০৩/২০২৫ তারিখে সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় আসামীরা বাদীর অফিসে আসে এবং অফিসে কেহ না থাকার সুযোগে আসামীর উক্ত অফিসে থাকা ২টি ল্যাপটপ, ২টি ক্যানন ৯০ ক্যামেরা ও ১টি টেলিভিশন, নগদ ৫,৫০০/- টাকাসহ সর্বমোট-১,৫০,০০০/- টাকার মালামাল ও মূল্যবান ফাইল পত্র চুরি করে নিয়ে যায়।

বাদী এস এম আলমগীর কবির জানান, স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টায় মামলা করিতে বিলম্ব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট