শেরপুর জেলা প্রতিনিধি,
শেরপুর জেলা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের ঔষধ ব্যবসায়ীদের সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার কেমিস্টস এন্ড ড্রাগিস্টিস সমিতি। ২২ মে বৃহস্পতিবার সকালে পৌর শহরের প্রাণকেন্দ্র শেরপুর সরকারী কলেজ মোড়ে রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।শেরপুর জেলা কেমিস্টিস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: পনির এতে নেতৃত্ব দেন।
বক্তারা অবিলম্বে অনলাইন প্ল্যাটফর্মে অঅনুমোদিত ওষুধ বিক্রির নিষেধাজ্ঞা, অবৈধ অনুমোদন বিহীন ওষুধ বিক্রি বন্ধ, লাইসেন্স নবায়নে সহজীকরণ ও যৌক্তিক কমিশন ব্যবসায় সুরক্ষা নিশ্চিত করার দাবি জানায়।
এসময় শেরপুর জেলার বিশিষ্ট ঔষধ ব্যবসায়ীরা এর মালিক ও কর্মচারীরা সহ সংগঠনের সদস্য ও ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।