1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

ঈদ পুনর্মিলনীতে ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩নং পাররামরামপুর ইউনিয়ন শাখার আয়োজনে আজ তারাটিয়া আলহাজ্ব লাল মামুদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। দিনব্যাপী এ অনুষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আরিফ খান (রাসেল), সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। সভাপতিত্ব করেন হাফেজ ক্বারী মো. হারিসুর রহমান।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এইচ. এম. ইলিয়াছ উদ্দিন আজাদ, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। তিনি বলেন, “ঈদের আনন্দ কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে সমাজে সম্প্রীতি ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দিতে হবে।”

 

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মাওলানা মাহবুব শাহ্ জিহাদী, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দেওয়ানগঞ্জ উপজেলা শাখা।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. আব্দুল মজিদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বকশীগঞ্জ উপজেলা শাখা এবং জনাব আলহাজ্ব শেখ ফরিদ (ফোটা), সহ-সভাপতি, পাররামরামপুর ইউনিয়ন শাখা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক এনাম, সভাপতি, বাংলাদেশ মুজাহিদ কমিটি, দেওয়ানগঞ্জ উপজেলা শাখা; মাওলানা দেলোয়ার হোসেন, সম্পাদক, বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখা; এবং আলহাজ্ব মো. আবুল হাসেম, পিনিউটি, দেওয়ানগঞ্জ উপজেলা শাখা।

 

সঞ্চালনায় ছিলেন জনাব মো. হযরত আলী বাবুল, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাররামরামপুর ইউনিয়ন শাখা।

 

অনুষ্ঠানে পীর সাহেব চরমোনাই-এর অনুসারীদের উপস্থিতি ও দিকনির্দেশনা অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে। বক্তারা ইসলামি সমাজ বিনির্মাণে ঈমান, তাকওয়া ও শিষ্টাচারচর্চার গুরুত্ব তুলে ধরেন।

 

অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারী অতিথি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট