1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

কালিগঞ্জে কুখ্যাত ইউপি সদস্য কাদের র‍্যাবের হাতে গ্রেপ্তার: নারী দিয়ে ব্ল্যাকমেইল, পর্নোগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগ

মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের আলোচিত ও কুখ্যাত সদস্য (মেম্বার) কাদেরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন র‍্যাব-৬ এর সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম।

 

গ্রেপ্তারকৃত কাদেরের পুরো নাম মো. কাদের, তিনি কালিগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের ইলাহী বক্সের ছেলে। দীর্ঘদিন ধরেই এলাকায় তিনি নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পরিচিত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাদের দীর্ঘদিন ধরে নারী দিয়ে ফাঁদ পেতে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করতেন এবং বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

 

সম্প্রতি এক ব্যবসায়ী তার ব্ল্যাকমেইলের শিকার হয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে কাদেরের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় চাঁদাবাজি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই কাদের ছিলেন পলাতক।

 

র‍্যাব প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান চিহ্নিত করে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

র‍্যাব সূত্রে জানা গেছে, কাদেরের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট