1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

শ্যামনগরের কাশিমাড়িতে ইটসোলিং রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে

মোঃ আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

মোঃআব্দুল্লাহ আল মামুন,শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার।

 

শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কাছারি ব্রিজ থেকে বিলগোডাড়া পর্যন্ত ইটের সলিং করা রাস্তা বর্তমানে এক ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এ রাস্তায় এখন চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

 

স্থানীয়রা জানান, রাস্তাটির বিভিন্ন অংশে ইট সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে জমে গেছে জলাবদ্ধতা। এতে করে মোটরসাইকেল, ভ্যান এমনকি পথচারীরাও প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা মোঃ ইউসুফ মোল্লা (পিতা: মোঃ মালেক মোল্লা) বলেন, “এই রাস্তাটি কয়েক বছর ধরে বাজেটে আসলেও সংস্কার হয়নি। দিনের পর দিন শুধু দুর্ভোগ বাড়ছে। স্কুলে যাওয়া, বাজারে যাওয়া সবকিছুই যেন দুর্বিষহ হয়ে উঠেছে।”

 

তিনি আরও বলেন, “আমাদের একটাই দাবি—এই রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। কারণ প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনায় পড়ছে।”

 

এলাকার সাধারণ মানুষ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, দ্রুত যেন প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে এই রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট