আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান।
সাতক্ষীরা’র দেবহাটা উপজেলার কুলিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মোঃ আসাদুল ইসলামের ছেলে মোঃ দেলোয়ার হোসেন শাওন ও ভারতীয় ১ নাগরিককে আটক করেছে যৌথবাহিনী।সোমবার রাত ৮টার দিকে কালিগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃক পরিচালিত লেফটেন্যান্ট কাদির এর নেতৃত্বে শাওনের বাড়ীতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ।
এসময় সাবেক চেয়ারম্যানের ছেলে শাওন ও ভারতীয় নাগরিক কামানুর গাজী কে আটক করে যৌথবাহিনি, অভিযানকালে শাওনের বাড়ী থেকে উদ্ধারকৃত মালামাল
১। ইয়াবা-৭৯১ পিস
২। গ্যাস লাইট -০২ টি
৪। ইয়াবা সেবনের সরঞ্জামাদি।
৫। গোল্ড লিফ সিগারেট ৬ প্যাকেট।
৬। আধার কার্ড- ০১টি
৭। অ্যান্ড্রয়েড ফোন- ০৫ টি
৮। বাটন ফোন- ০১ টি
৯। বৈদেশিক মুদ্রা,
ক.মালদিব -১০ রুপাইয়া,
খ.ইন্ডিয়ান- ৭০ রুপি,
গ.আমেরিকান ডলার-৫ ডলার
১০। নগদ টাকা ১২৯০০০
১১। রান দা-০১টি
১২। কাটারি-০১টি
১৩। চাইনিজ কুড়াল- ০১টি
১৪। চাকু-০৩টি
১৫। মদের বোতল ০৫টি
১৬। সিম কার্ড ০৮টি
১৭। পাসপোর্ট ০১টি