ডেস্ক নিউজ
যশোরের চৌগাছা উপজেলায় পিতাকে হ×ত্যা মামলার পলাতক আসামি রমিম ইসলাম (২৩)কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পিবিআই যশোর। একইসাথে হত্যা×য় ব্যবহৃত চাপাতিও উদ্ধার করা হয়েছে। গত ৭ মার্চ ভোরে চৌগাছার পাতিবিলা গ্রামের শরিফুল ইসলাম (৪১) তার ঘরে ঘুমন্ত অবস্থায় চাপাতির কো×পে নিহত হন। তার স্ত্রী হাছিনা খাতুন সেহরির সময় ঘুম থেকে উঠে বাইরে গেলে, এ সুযোগে পূর্বের সংসারের বেকার ও নেশাগ্রস্ত ছেলে রমিম ইসলাম তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর হাছিনা খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় হ×ত্যা মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই যশোর। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ জুন বিকালে রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে রমিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হ×ত্যার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে চাপা×তিটি নিজ বাড়ির মাঠপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। ২১ জুন আসামিকে চৌগাছা আমলী আদালতে হাজির করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) রতন মিয়া জানান, পারিবারিক দ্বন্দ্ব, নেশার অর্থ না পাওয়া এবং পূর্বে স্ত্রী ছেড়ে যাওয়ায় মানসিক ভারসাম্যহীন রমিম হ×ত্যার পরিকল্পনা করে এই নৃশংস ঘটনা ঘটায়।