1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

সাতক্ষীরায় কবি সুফিয়া কামালের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা 

আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান।
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান।

 

সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামালের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২২ জুন) বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আন্জুমানারা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, লিগ্যাল এইড সম্পাদক (ভারপ্রাপ্ত) নাছিমা নাসরিন, পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন, প্রোগ্রাম এক্সজিকিউটিভ মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা কবি সুফিয়া কামালের বর্ণাঢ্য কর্মজীবনের বর্ণনা করে বলেন, সুফিয়া কামাল বেড়ে উঠেছেন কন্যা সন্তান হিসেবেই, নারী হিসেবে মুখোমুখি হয়েছেন সকল বৈষম্যের, পারিবারিক জীবনেও সহ্য করেছেন নানাবিধ বিচ্ছেদ বেদনা, কিন্তু মানুষ হিসেবে কখনোই ভুলে যাননি তার দায়বদ্ধতা। নেতৃত্ব দেয়ার জন্য বা সংগঠক হবার জন্য পিতৃতান্ত্রিক এই সমাজে ‘নারী’ পরিচয়কে প্রতিবন্ধক হিসেবে গ্রহণ করেননি বরং শক্তি হিসেবে প্রকাশ করেছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তাঁর শিক্ষা তাঁকে ধর্মীয় গোড়ামি, ধর্মান্ধতা, স্বৈর ও সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার করেছিলো। নারীমুক্তি নিয়ে কাজ করার জন্য তিনি কখনো জনবিচ্ছিন্ন হয়ে পড়েননি, কখনোই নারীর সমঅধিকার প্রশ্নে আপোষ করেননি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট