আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান।
যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনিছুর রহমানকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা ৬টার সময় আনিসুর রহমান ইমিগ্রেশনে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হয়। আনিসুর রহমান রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নেতা। তার পাসপোর্ট নম্বর: এ-১৪৯৯০৫৬১।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, তার বিরুদ্ধে রংপুর কোতোয়ালী থানায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পোর্টথানা পুলিশ তাকে সংশিষ্ট থানা পুলিশের হাতে তুলে দেবে।