বাবলুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরা শহরের পলাশপোল তেতুলতলায় পৌরসভার ড্রেন নির্মাণে জনভোগান্তির অভিযোগ উঠেছে।
ড্রেন নির্মাণের নামে প্রায় ৪ মাস ধরে জনবহুল রাস্তার একটি অংশ খুড়ে ফেলে রাখায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। সেই সাথে টানা বৃষ্টিতে পিচ্ছিল পরিবেশ সৃষ্টি হওয়ায় চলাচলে বেড়েছে মারাত্মক ঝুঁকিও
স্থানীয় বাসিন্দা ওবায়দুল্লাহ গযনফর, আবুল হোসেনসহ স্থানীয়রা বলেন, খুড়ে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে। লম্বা লম্বা রড বের হয়ে থাকায় মারাত্মক ঝুঁকির মধ্যে আছি আমরা। ইতোমধ্যে স্থানীয়দের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না।