1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

নিয়োগ বিধি সংশোধনের দাবিতে কালীগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার কালিগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের কালিগঞ্জ শাখার সভাপতি মনীন্দ্র নাথ হাজরা।

 

সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম, আ. জলিল, আবু সাঈদ, মো. জালালুদ্দিন, মোস্তফা জামান, এশার আলী, সম্পাদিকা শেফালি খাতুন, যুগ্ম সম্পাদক আবু হাসান, সহ-সম্পাদক দেবব্রত, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্যাশিয়ার নিপা প্রমুখ।

 

বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখলেও তাদের মর্যাদা ও সুযোগ-সুবিধা এখনও অবহেলিত। ১৪তম গ্রেডে উন্নীত করা, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ এবং সময়োপযোগী পদোন্নতি নিশ্চিত করতে হবে।

 

বক্তারা দ্রুততম সময়ে দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং দাবিগুলো মানা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট