1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

খুলনার কয়রায় স্কুল ভবন রাস্তা ও মাঠ সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ ফয়সাল হোসেন, কয়রা উপজেলা

 

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের পূর্ব চৌকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, রাস্তা ও খেলার মাঠ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন। তারা জানান, বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে , রাস্তাঘাট ভেঙে চলাচলের অযোগ্য হয়ে গেছে এবং খেলার মাঠও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিগত ১৭ বছরে এলাকায় কোন উন্নয়নের ছোঁয়া লাগে নাই।

বাবুরাবাদ চৌকুনি তেতুলতলা তিনটি গ্রামের মধ্যবর্তী স্থানে উক্ত স্কুলটি অবস্থিত।

উক্ত বিদ্যালয় ছোট ছোট ছেলে মেয়েদের আসা যাওয়ার রাস্তা খুবই বেহাল দশা। বিদ্যালয় এর ছোট্ট একটি মাঠ তাও পানিতে ডুবে থাকে।

 

আমরা বিদ্যালয়ের ছেলে-মেয়ে পাঠিয়ে বাড়ীতে শান্তিতে থাকতে পারি না ।এ সময় বক্তারা বলেন, দ্রুত সংস্কার না হলে শিশুদের নিরাপদে লেখাপড়া ও খেলাধুলা বাধাগ্রস্ত হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।

উক্ত মানববন্ধনে উক্ত স্কুলের শিক্ষার্থী সহ উপস্থিত ছিলেন সুলতান বিশ্বাস, আসাদুল বিশ্বাস, নুর ইসলাম সানা ইউনুস বিশ্বাস, খলিল সানা ইসহাক মেম্বার ছিলিমা পারভীন সহ অভিভাবক গণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট