1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

শেরপুর জেলা বিএনপির জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে রক্তদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর জেলা

 

শেরপুর জেলা বিএনপির উদ্যোগে ইতিহাস-ঐতিহ্য ও আন্দোলনের স্মারক মাস জুলাই-আগস্ট—গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।২ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় শেরপুর জেলা শহরের বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ এ.বি.এম মামুনুর রশীদ পলাশ। আরও উপস্থিত ছিলেন নবগঠিত আহবায়ক কমিটির অন্যতম যুগ্ন-আহবায়ক সাবেক ছাত্রনেতা মো: কামরুল হাসান, সদস্য মো: সাইফুল ইসলাম স্বপন, প্রকৌশলী মোঃ তৌহিদুর রহমান, মো: রেজাউল করিম রুমি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, ‘জুলাই-আগস্ট মাস আমাদের রাজনৈতিক ইতিহাসে গৌরবময় এবং বেদনার মাস। এই মাসে দেশ ও গণতন্ত্র রক্ষায় বহু ত্যাগ ও সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে। সেই প্রেক্ষিতে শহীদদের স্মরণ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে রক্তদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’সভায় জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য সাংগঠনিক পরিকল্পনা, কর্মী প্রস্তুতি ও প্রচার কৌশল নিয়ে মতবিনিময় করেন।

সভা থেকে রক্তদান কর্মসূচির দিনক্ষণ, স্থান নির্ধারণ এবং বিভিন্ন সহযোগী সংগঠনকে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, “এই কর্মসূচির মাধ্যমে শুধু রক্তদান নয়, বরং বিএনপির আদর্শ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হবে।”

সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট