মোঃ মাকসুদুর রহমান রোমান,শেরপুর জেলা
শেরপুর জেলা সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামে পূর্ব শত্রুতার জেরে শুক্রবার (৪ জুলাই) ভোররাতে একদল দুর্বৃত্ত গভীর রাতে প্রবেশ করে একাধিক কৃষকের কলা বাগান কেটে সাবাড় করে দেয়। একই সময় হামলা চালানো হয় একটি দোকানে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আখি আক্তার, হাসানুর রহমান শাহিন, হাফিজুর রহমান বাবুল এবং মুস্তাফিজুর রহমান মুক্তা।
ভুক্তভোগীদের অভিযোগ, একই এলাকার জবেদ আলীর ছেলে হারেজ আলী, হাফিজুর রহমান ও সবুজসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে এই হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে একে একে কেটে ফেলে শতাধিক কলা গাছ। ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষ টাকা বলে দাবি করেন বাগান মালিকরা।
আখি আক্তার বলেন,
“প্রতিটি গাছেই কলা ধরেছিল। আর কয়েক সপ্তাহ পরেই বিক্রি করতে পারতাম। এভাবে রাতের অন্ধকারে বাগান ধ্বংস করে আমাদের পথে বসিয়ে দিয়েছে।”
হাসানুর রহমান শাহিন বলেন,
“এই বাগান করতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। শুধুমাত্র পূর্ব শত্রুতার কারণেই তারা আমাদের সর্বনাশ করেছে।”
এছাড়াও হামলাকারীরা মুস্তাফিজুর রহমান মুক্তার দোকান ঘরের টিনের বেড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগেও হারেজ আলী ও ভুক্তভোগীদের মধ্যে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। অনেকেই বিস্মিত হয়ে প্রশ্ন তুলেছেন—
“ফলন্ত কলা গাছের সাথে এমন নির্মমতা কিভাবে সম্ভব?”
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীরা। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
শেরপুর সদর থানার সাব ইন্সপেক্টর মানিক চন্দ্র দে এর সাথে কথা বললে তিনি জানান, এ ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। ভুক্তভোগী অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ।
প্রেরক: মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর, তারিখ: ০৪ জুলাই ২০২৫