জান্নাতুল ফেরদৌস সদর উপজেলা প্রতিনিধি
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছেন কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জিয়া শিকদার (৪০)। তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের মৃত্যু আকছেম মৃধার জামাতা। বুধবার (২৪ জুলাই) রাত তিনটা ৫২ মিনিটে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পে থেকে সেনাবাহিনীরা একটি বিশেষ টিম ও মির্জাগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় রানীপুর ( পূর্ব দেউলি চৌরাস্তা) বাজেষ্টান বাজারে অবস্থিত নিজস্ব দোকান ঘিরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দোকান থেকে ৪০৫ গ্রাম গাজাঁ দুইটি কৌটায় রাখা শুকনো গাজাঁ, ছয়টি গাজাঁ সিগারেট,৭টি দিয়াশলাই,৩টি সিরিঞ্জ, ১টি চাকু, এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরিয়ে দেওয়ায় পেছনে জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার গ্রেফতারে এলাকা বাসিরা কিছু স্বস্তি প্রকাশ করেছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জনাব নজরুল ইসলাম জানান, জিয়া সিকদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে আটক করে আইন আনুক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।