1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

জুলাই দ্রোহ উপলক্ষে শিবিরের কর্মসূচি

মোঃ এরশাদ আলী, রাজশাহী বিভাগীয় প্রধান।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী, রাজশাহী বিভাগীয় প্রধান

 

আজ ৩১ শে জুলাই ২০২৫, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে “জুলাই দ্রোহ” উপলক্ষে মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু আজ বৈরী আবহাওয়া জনিত কারণে আংশিকভাবে পালন করা হয়েছে। আজ বিকেল পাঁচটায় আব্দুল করিম সরকার সরকারি কলেজ গেট, তানোর উপজেলা হতে একটি মিছিল বের করার পরিকল্পনা থাকলেও বৃষ্টি জনিত আবহাওয়ার কারণে মিছিল স্থগিত ঘোষণা করা হয়।

 

মূল কর্মসূচি হিসেবে মিছিল না হলেও তানোর থানার মসজিদে আসরের নামাজ আদায় করে প্রথমে সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তানোর থানা মসজিদের ইমাম। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সেক্রেটারি মোঃ আব্দুল মোমিন, বিশেষ অতিথি ছিলেন জেলা অফিস সম্পাদক মোঃ আতোয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন তানোর দক্ষিণ শাখার সভাপতি মোঃ শাহরিয়ার আহমেদ সুমন, এবং তানোর পূর্বের সভাপতি মোঃ আ. মমিন সহ শিবিরের অনেক নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন।

 

দোয়া অনুষ্ঠানে কোনো আনুষ্ঠানিক ভাষণ বা আলচনা হয়নি; শুধুমাত্র আবহাওয়াজনিত কারণে প্রকৃত কর্মসূচি স্থগিতকরণের তথ্য জানানো হয় এবং উপস্থিত সকলে মিলে দোয়া করা হয়।

 

ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের অফিস সম্পাদক মোঃ আতোয়ার রহমান জানান, “আবহাওয়াজনিত কারণে আজকের মূল কর্মসূচি স্থগিত রাখা হলো। ইনশাআল্লাহ আগামী ৫ তারিখের মধ্যে নতুন তারিখ ঘোষণা করে ‘জুলাই দ্রোহ’ অনুষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে আয়োজন করা হবে।”

 

পরিশেষে আব্দুল করিম সরকার সরকারি কলেজ গেটে সর্বশেষ সম্মিলিত ভাবে দোয়ার মাধ্যমে আজকের সংক্ষিপ্ত কর্মসূচি সুশৃঙ্খলভাবে সমাপ্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট