1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

সাতক্ষীরায় মাছের পোনা ব্যবসায়ী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার 

আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান।

 

সাতক্ষীরা থেকে মোঃ আফজাল হোসেন (৩৯) নামে এক মাছের পোনা ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এ ঘটনার পর প্রায় এক সপ্তাহ অতিবাহিত হলেও তার সন্ধান পাওয়া যায়নি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।

 

জানা গেছে, গত ২৪ জুলাই ভোর ৬টার দিকে তিনি সাতক্ষীরা শহরের ইটাগাছা বনলতা এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন, এরপর তিনি আর বাড়ি ফেরেননি। নিখোঁজ আফজাল হোসেন মেসার্স আফনান ট্রেডার্স-এর সত্ত্বাধিকারী।

 

সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাড়ি থেকে শুরু করে বন্ধু-বান্ধব এমনকি ব্যবসায়িক সহকর্মীদের কাছেও খোঁজ নিয়ে তাঁর কোনো সন্ধান না পেয়ে অবশেষে স্ত্রী নাহিদা ফেরদৌস আখি সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর-১৯৫২।

 

নাহিদা ফেরদৌস বলেন, আমার স্বামী সাদাসিধে মানুষ। রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। মাছের পোনার ব্যবসা করে সৎভাবে সংসার চালাতেন। আমাদের সাত বছরের একটি সন্তান রয়েছে। গ্রামের বাড়ি সাতানী হলেও আমরা শহরের বনলতা এলাকায় ভাড়া থাকি।

 

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার স্বামীর কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। তবে নিখোঁজ হওয়ার আগের দিন পাশের এক ব্যবসায়ীর সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়েছিল। সেটিই কি কোনো অপ্রীতিকর ঘটনার সূত্রপাত? আমরা কিছুই বুঝতে পারছি না।

 

পরিবারের সদস্যরা জানায়, আফজালের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়দের বাড়ি-বাড়ি খোঁজ নিয়েও কোনো তথ্য না পাওয়ায় তাদের দুশ্চিন্তা বাড়ছে।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিমুল হক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট