মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা
সাতক্ষীরা জেলার তালা থানাধীন জেঠুয়া এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় কুমার সম্প্রতি খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের নারায়ণপুর বাজারে অবস্থিত তার ভাড়া দোকান “নিউ রাখী জুয়েলার্স”-এ চুরির ঘটনা ঘটেছে।
গত ২৯ জুলাই ২০২৫ তারিখ রাত অনুমানিক ৩টা থেকে ৫টার মধ্যে দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের চালের টিন খুলে ভেতরে প্রবেশ করে প্রায় ৪ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চুরিকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য হলো:
৩টি আধা ভরি ও ২টি দেড় ভরির স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ৩,৯০,০০০ টাকা)
১টি রডিওর কোম্পানির ঘড়ি ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র
নগদ ৮,০০০ টাকা
ইসলামী ব্যাংকের একটি চেকবই এবং সোনালী ব্যাংকের একটি চেকবই ও এটিএম কার্ড
ভুক্তভোগী ব্যবসায়ী সঞ্জয় কুমার দত্ত বিষয়টি জানিয়ে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৩১/০৭/২০২৫) করেন এবং দ্রুত তদন্তপূর্বক চোর চক্রকে শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।
তিনি আরও জানান, “আমি অনেক কষ্ট করে ব্যবসা পরিচালনা করছি, এই ধরনের ক্ষতিতে আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছি।”
এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।