1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

শেরপুরে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস সফল করতে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা

শেরপুরে ৩৬ জুলাই ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস সফলভাবে পালনের লক্ষ্যে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট সোমবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত জামান রিপনের নিজ বাড়িতে ওই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল হালিম সরকার। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত জামান রিপন ও যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ আসাদুজ্জামান।
প্রস্তুতি সভায় ৪ আগস্টের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে পাকুড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান শহীদ মাহবুবের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
সভায় বক্তারা বলেন, ৩৬ জুলাই বিএনপির গৌরবময় ইতিহাসের অংশ। গণঅভ্যুত্থান শুধু অতীত স্মরণের দিন নয়, বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন প্রতিরোধ ও শপথের দিন।
শপ্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর থানা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম বলেন, “গণঅভ্যুত্থান দিবস বিএনপির রাজনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিবসের তাৎপর্য ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে হবে, কারণ তৃণমূল থেকেই আন্দোলনের ভিত্তি গড়ে উঠবে।
“আমন্ত্রিত অতিথির বক্তব্যে শেরপুর শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান (পিপি) বলেন, “আজকের প্রজন্মকে ৩৬ জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। এ দিবস কেবল স্মরণ নয়, এটি আমাদের নতুন শপথের দিন।”
বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এ.এস.এম. রফিকুল আলম শিপন বলেন, “সংগঠনের ভিত শক্ত হলে কোনো দমন-পীড়নেই আন্দোলন থামানো যাবে না। আমরা ইউনিয়ন ভিত্তিক প্রস্তুতিতে বিশ্বাস করি।
“বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালেক বলেন, “বিএনপি এক ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল। তৃণমূলে আমাদের ঐক্যই আগামী দিনের আন্দোলনে সবচেয়ে বড় শক্তি হবে।”
সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশেষ অতিথি মোঃ সাইফুল ইসলাম শ্যামল বলেন, “আমরা শেরপুরে বিএনপিকে সুসংগঠিত করেছি। এই আন্দোলনে এক ইঞ্চি পিছু হটার সুযোগ নেই।”
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল বলেন, “বিগত দিনগুলোতে আমরাই রাজপথে ছিলাম। আগামীতেও থাকব, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে।”
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল হালিম সরকার বলেন, “এই প্রস্তুতি সভা আমাদের রাজনৈতিক সচেতনতা ও সংগঠনের শক্তির পরিচায়ক। গণঅভ্যুত্থান দিবস পালনে আমরা সর্বাত্মক প্রস্তুত।”
১ম যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত জামান রিপন বলেন, “পাকুরিয়া ইউনিয়ন বিএনপির এই জমায়েত আমাদের অঙ্গীকারের প্রকাশ। আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব।”
যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ আসাদুজ্জামান বলেন,“আমাদের প্রত্যেকটি ওয়ার্ডেই সক্রিয় নেতৃত্ব গড়ে উঠেছে। আন্দোলনের ডাক আসলেই সবাই একত্রিত হবে।”
সভায় পাকুড়িয়া ইউনিয়নের ১ থেকে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতিরা, আব্দুল হাকিম (১নং), গোলাপ হোসেন (২নং), ওমর ফারুক (৩নং), ফরিদ মিয়া (৪নং), হারুনুর রশিদ (৫নং), মোফাজ্জল হোসেন (৬নং), মোঃ মামুনুর রহমান ফকির (৭নং), নজরুল ইসলাম (৮নং) ও লুৎফর রহমান ফুরকান (৯নং) বক্তব্য রাখেন।ওয়ার্ড বিএনপির সভাপতিরা বলেন, “আমরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলের কার্যক্রম গতিশীল রেখেছি। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ওয়ার্ড পর্যায়ে প্রচার ও প্রস্তুতি চালানো হচ্ছে। সাংগঠনিক শক্তি দিয়েই আমরা আগামীর সংগ্রামে সামনে এগিয়ে যাব।”এছাড়াও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদলের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ সভায় অংশ গ্রহন করেন।প্রায় আড়াই ঘণ্টাব্যাপী প্রস্তুতি সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস শুধু স্মরণ করার জন্য নয়, এটি নতুন উদ্দীপনা ও প্রতিরোধ গড়ার শপথ। সবাই মিলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট