মো: আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার
সাতক্ষীরার শ্যামনগরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার ভারতীয় পাতা বিড়ি ও ক্যান্সারের ঔষধ সহ অন্যান্য চোরাই মালামাল জব্দ সহ ৪ কারবারিকে হাতে নাতে আটক করেছেন। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সুন্দরবনের মাথাভাঙ্গা খাল এলাকায় কালিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা ১৫ বস্তা মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে KI Malam ৮১৪ পিস, B-Tex ১৬৮ পিস, Deferasirox ১৫,৯৯০ পিস, Baat Ki Dawa ৪৮৯ পিস, Meltiioxsalen ১০,২০০ পিস এবং Valgan ৪০ পিস ছিল। এছাড়া জব্দকৃত অবৈধ ভারতীয় পাতা বিড়ির মধ্যে রয়েছে,বিড়ি ৬৬ হাজার ৪০০ পিস, বাপ্প বিড়ি ১০ লাখ পিস এবং চাচা বিড়ি ১ লাখ ৩৪ হাজার পিস। সব মিলিয়ে আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।
আটককৃতরা হলেন, কৈখালী গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে আজিজুল হক (৩৮), ভেটখালী গ্রামের মৃত ফারুক গাজীর ছেলে আশরাফ হোসেন (২৮), পার্শ্বেখালি গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে সোবহান মোল্লা (৪০) এবং কৈখালী গ্রামের মনসুর মোল্লার ছেলে মোঃ দেলোয়ার (৪৮)।
অভিযান শেষে আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।