1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জামায়াতপন্থী চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে ঘর ভাঙচুর, জমি দখল ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ।

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে এক অসহায় পরিবারের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম ও তার ছেলে আব্দুর রহমানের বিরুদ্ধে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়নের পোড়া কাটলা ১৭২ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় দীর্ঘ ৩৫ বছর ধরে বসবাস করে আসছে হাসিনা বেগমের বোনের পরিবার। তার পরিবারে তিনজন শারীরিকভাবে প্রতিবন্ধী সদস্য রয়েছেন।

 

চেয়ারম্যান হাসিনা বেগমের মামাতো ভাই চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের কাছে এক লাখ আশি হাজার টাকা জমি বন্ধক রেখে নিয়েছিলেন। সেই টাকা দিয়ে তিনি তার ছেলেকে বিদেশ পাঠান। সেই টাকা ফেরত দেওয়ার মেয়াদ এখনো শেষ হয়নি

 

কিন্তু হঠাৎ একদিন চেয়ারম্যানের ছেলে আব্দুর রহমানের নেতৃত্বে একদল লোক এসে আমার বোনের ঘরবাড়ি ভাঙচুর করে এবং উচ্ছেদের চেষ্টা চালায়।এমন সময় আমি প্রতিবাদ জানালে চেয়ারম্যানের ছোট বোন মইফুল বেগমের মাধ্যমে জানানো হয়,আমার টাকা সহ এখন পাঁচ লাখ টাকা দিতে হবে। অন্যথায় জমি দেব না

 

চেয়ারম্যানের লোকজন আরও বলে, টাকা না দিলে জমি পাবি না, আর যে ঘরবাড়ি ভাঙচুর করলাম, তোর অবস্থা তার চেয়ে খারাপ করব।স্থানীয়রা জানান, ঘরবাড়ি ভাঙচুরের সময় মোহাম্মদ বাশারের ছেলে শাহীনসহ একটি লাঠিয়াল বাহিনীও অংশ নেয়। পুরো ঘটনা এলাকা জুড়ে চরম উত্তেজনার সৃষ্টি করে এবং অসহায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভোগে।

 

এ বিষয়ে জানতে চাইলে হাসিনা বলেন, “আমি ন্যায়বিচার চাই। আমি কাউকে ক্ষতি করিনি। জমি বন্ধক রেখেছি, কিন্তু এখন সেটাই আর ফেরত পাচ্ছি না। উপরন্তু হুমকি-ধামকি দিচ্ছে প্রতিনিয়ত।

 

এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরাও নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ রয়েছে।

 

উক্ত ঘটনা নিরাপত্তার জন্য থানায় এবং সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ করলেও আমি এখনো আইনি সহে তা পায়নি নিয়মিত তারা আমাকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে”

 

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলছেন, চেয়ারম্যানের মতো দায়িত্বশীল ব্যক্তি ও তার পরিবারের কাছ থেকে এমন ঘটনা দুঃখজনক। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

 

অসহায় পরিবারটির উপর এই অমানবিক আচরণের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধনের ঘোষণা দিয়েছেন।

 

এদিকে এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে, এবং সাধারণ মানুষ প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট