1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে কাহারোলে মানববন্ধন

বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি ।
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দিনাজপুরে কাহারোল উপজেলায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি বিচারের দাবিতে কাহারোল উপজেলার আমতোলা মোড়ে বিকেল ৫ টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

কাহারোল উপজেলা প্রেস ক্লাব ও কাহারোল রিপোর্টার্স ইউনিটির কর্মরত সাংবাদিকদের আয়োজনে ১০ আগষ্ট রবিবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাধারণ জনতা, রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন— গাজীপুরে কর্মরত নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত আসামিদের দ্রুত আইনের আওতায় এনে প্রকাশ্যে বিচারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তাহীনতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ ও যথাযথ আইনি সহযোগিতা প্রদানের দাবি জানান।

 

বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেন জীবনের ঝুঁকিতে না পড়েন, সেজন্য সরকারের নিকট জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। এসময় মানববন্ধনে সহমত পোষণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা পরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ জাকিরুল ইসলাম। গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। এন সি পি প্রধান সমন্বয়ক এনাম কবির। কাহারোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রশিদুল ইসলাম। কাহারোল উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক আল আমিন বিশ্বাস.সদস্য সচিব জয়নুল আবেদিন বাপ্পি.নবীণ সাংবাদিক আমির হামজা.প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুল্লাহ. বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনা করেন কাহারোল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট