1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে মানববন্ধন

কামরুল হাসান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

কামরুল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

 

গাজীপুরে সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত আসামীদের ফাঁসির দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

 

১২ আগস্ট, মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা প্রেসক্লাব বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রেসক্লাব, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি শহিদুল ইসলাম (শাহীন শহীদ), সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক।

 

বক্তব্যে শহিদুল ইসলাম (শাহীন শহীদ) বলেন, “সাংবাদিক তুহিন হত্যার মাধ্যমে মুক্ত সাংবাদিকতার কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

 

বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।”

 

বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের হত্যা মানে গণতন্ত্রকে হত্যা করা। আমরা চাই এই মামলার বিচার দ্রুত সম্পন্ন হোক এবং অপরাধীদের ফাঁসি কার্যকর করা হোক।”

 

বক্তব্যে আজিজুল হক বলেন, “গণমাধ্যমকর্মীরা দেশের উন্নয়ন ও সত্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের সুরক্ষা নিশ্চিত না হলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।”

 

বক্তারা একযোগে বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ ও সাংবাদিক সুরক্ষা নীতি বাস্তবায়ন এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট