শামীম আহমেদ পাবনা জেলা
পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না তিনি ৪ই মার্চ ২০২৫ খ্রি. সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন তিনি বিভিন্ন স্কুল কলেজ মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ভাবে খোঁজ খবর নেন এবং দুস্হ্য অসহায় গরীব শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা প্রদান করেছেন । এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়। এছাড়াও দাপ্তরিক ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় শিক্ষার মানোন্নয়নে সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষের কাছে তিনি একজন প্রশংসিত কর্মকর্তা হয়ে উঠেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না জানান, জেলা প্রশাসন’র নির্দেশনা মোতাবেক মাঠ পর্যায়ে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন, শিক্ষার উন্নায়ন ও সাধারণ মানুষের সেবা দেওয়া এটা আমার দায়িত্ব ও কর্তব্য। তিনি একজন দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে স্থান করে প্রশংসিত স্হান দখল করে নিয়েছেন । দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একজন সমাজসচেতন, দয়ালু ও জনবান্ধব প্রশাসক হিসেবে ইতোমধ্যেই সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন তিনি।
উপজেলার প্রতিটি সেক্টরে তাঁর সক্রিয় নজরদারি, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের পাশে থেকে কাজ করার মানসিকতা তাঁকে করেছেন আলাদা। শিক্ষাখাত থেকে শুরু করে স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি সবসময় চেষ্টা করেন সাধারণ মানুষের কথা শুনতে এবং দ্রুত সমাধান দিতে।
মানবিক সহায়তা কার্যক্রমে তাঁর অংশগ্রহণও চোখে পড়ার মতো। অসহায়, দরিদ্র গরীব ছাত্র ছাত্রী প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানো তাঁর নিত্যদিনের দায়িত্বের অংশ হয়ে দাঁড়িয়েছে।
রিজু তামান্না শুধু একজন সরকারি কর্মকর্তা নন, তিনি একজন পথপ্রদর্শক, যিনি জনসেবাকে নিজের কর্তব্যের ঊর্ধ্বে তুলে নিয়েছেন। সাঁথিয়ার মানুষ বিশ্বাস করে, এমন একজন মানবিক প্রশাসক থাকলে উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হবে আরও সহজভাবে।