1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

রাজশাহী গোদাগাড়ীর এই সেই মাদক সম্রাট, নুর হোসেন বিজয়নগরে রাতারাতি, কোটিপতি, মাদকের টাকাই বাড়ি গাড়ি 

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

নাসির উদ্দিন, রাজশাহী জেলা

 

রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিজয়নগর ইউনিয়নে, এই সেই, মাদকসম্রাট নুর হোসেন।

বিজয়নগরকে মাদকের সাম্রাজ্য হিসেবে গড়ে তুলেছেন। ও মাদকের বিস্তার, আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে সীমান্ত ঘেঁষা এই এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার মাধ্যমে রাতারাতি লক্ষ লক্ষ টাকার মালিক বনে গেছেন। এদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ—তারা শুধু মাদক বেচাকেনাই করছেন না, বরং এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।

এই সেই মাদক সম্রাট, নুর হোসেন তার পিতার নাম রবিউল ডাক্তার।

গ্রাম বিজয়নগর ইউনিয়ন ৭নং দেওপাড়া রাজাবাড়ী। তার আগে কোন কিছুই ছিল না অতি দরিদ্র ঘরের ছেলে, তার পিতা গ্রাম ডাক্তার ছিল। সে বর্তমান অনেক টাকার মালিক, তার মা-বোনকে দিয়ে ব্যবসা করাচ্ছেন,ও খালাতো ভাই তার কিছু সম্পদ তুলে ধরেছে। তার বর্তমান পাঁচটি পুকুর আছে যার মূল্য ৫০ লক্ষ টাকা স্থানীয় লোকমুখে আরও জানা যায়।

এই মাদকসম্রাটের। বর্তমান তিনটি প্লট আছে এক নম্বর প্লট রাজশাহী শহরে দ্বিতীয় নম্বর প্লট রাজাবাড়ি হাট। মোল্লাপাড়া তৃতীয় নম্বর প্লট বিজয়নগর যার মূল্য এক কোটি টাকা তার বর্তমান।

একটি গরু খামার আছে যে খামারে পাঁচটি গরু আছে তার মূল্য ৫ লক্ষ টাকা তার খালাতো ভাই ও মা-বোনকে দিয়ে মাল বহাই, তার খালাতো ভাই, নাটোরে নূরের মাল, ১০ গ্রাম হিরোইন নিয়ে ধরা পড়ে। তার বর্তমান মামলা তিনটি আছে। হিরোইন মামলাই সে, দুইবার অ্যারেস্ট হয়েছে। এলাকাবাসীর সূত্র জানা যায় সে প্রতি মাসে,বিলাসবহুল এক একটি বাইক চেঞ্জ করেন।

 

গাড়িগুলোর এক একটার দাম, তিন থেকে, চার লক্ষ টাকা করে, বাইকের দাম। স্থানীয় বাসিন্দারা জানান, একাধিক ব্যক্তি গোপনে ভারতীয় সীমান্ত ব্যবহার করে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য এনে সেগুলো বিভিন্ন এলাকায় সরবরাহ করছে। অনেকে এই টাকায় বহুতল ভবন, বিলাসবহুল গাড়ি ও জমি কিনেছে—যার উৎস কোনোভাবেই বৈধ নয়। অথচ প্রশাসনের চোখে ধুলা দিয়ে তারা এখন সমাজের “সম্মানিত” ব্যক্তির মুখোশ পরে চলাফেরা করছে।

 

একজন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় শিক্ষক বলেন, “স্কুলপড়ুয়া কিশোর-কিশোরীদের মধ্যে মাদকের প্রভাব ভয়াবহ হয়ে উঠেছে। যারা এই কারবারের সাথে জড়িত, তারা প্রকাশ্যে ঘোরে—কেউ কিছু বলে না।”

 

অভিযোগ রয়েছে, কিছু মাদক ব্যবসায়ী প্রশাসনের একাংশের সঙ্গে আঁতাত করে থাকায় তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয় না। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

 

স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত এসব মাদক চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো এবং মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট