1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

পাররামরামপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,জামালপুর জেলা প্রতিনিধি

 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। এতে অংশ নেন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

 

সকাল ১০টায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, যেখানে দেশ ও জাতির কল্যাণ, দলীয় নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

 

দোয়া মাহফিল শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়ন কার্যালয় থেকে বের হয়ে তারাটিয়া বাজারসহ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের স্লোগান, দলীয় ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সজ্জিত র‍্যালি এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করে। র‍্যালি শেষে কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম সওদাগর এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃশফিউল আলম ফর্সা এছাড়া বক্তব্য রাখেন,পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জহুরুল হক,মোঃ মোনায়েম হোসেন খান, এমদাদুল হক মিলন, আবু তালেব মাস্টার, এছাড়া উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।আরো বক্তব্য রাখেন পারামরামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তাসকিম আহাম্মেদ ফাহিম ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান সন্ধান। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন কৃষক দল,শ্রমিক দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।আরো উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৭ বছরের পথচলার নানা দিক তুলে ধরেন। দল গঠনের পটভূমি, গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের ইতিহাস এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে দলের ভূমিকা আলোচনায় গুরুত্ব পায়। তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। নেতারা দলের সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর জোর দেন।

বক্তারা সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বের ওপর আলোকপাত করেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করার পরিকল্পনার কথাও আলোচনায় উঠে আসে।

অনুষ্ঠানে বিএনপির অতীত সাফল্য এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অবদানের পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও আলোচিত হয়। বক্তারা দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় বিএনপির ভূমিকার কথা স্মরণ করেন। দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের রাজনৈতিক সচেতনতা ও ঐক্যের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দেশ ও জনগণের কল্যাণ কামনা এবং দলের দীর্ঘায়ু ও অগ্রগতির জন্য দোয়া প্রার্থনার মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট