1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি

 

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের (সরিষাবাড়ী) সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন জামালপুরের একটি আদালত।

 

সোমবার দুপুরে সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার এই পরোয়ানা জারি করেন। একই মামলায় টকশোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে।

 

মামলা সূত্রে জানা যায়, তথ্য প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে এক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের টকশোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করেন মুরাদ হাসান। অভিযোগে বলা হয়, এসব মন্তব্যের মাধ্যমে জিয়া পরিবারের ১০ হাজার কোটি টাকার বেশি মানহানি হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

 

এ ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার বাদী হয়ে সরিষাবাড়ী আমলি আদালতে মামলা দায়ের করেন। মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান জানান, গত ২৪ মে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। তবে তারা আদালতে হাজির না হওয়ায় সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

 

ডা. মুরাদ হাসান প্রথমবার ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে প্রথমে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং পরে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরে এক চিত্রনায়িকার সঙ্গে অশ্লীল কথোপকথনের অডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনার পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট