1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন

পটুয়াখালীতে আমেরিকা প্রবাসীর স্ত্রীকে গনধর্ষণ ও ডাকাতি মামলার ৩ আসামী গ্রেফতার

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা নির্বাহী পরিচালক,দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে আমেরিকা প্রবাসীর স্ত্রীকে গনধর্ষণ ও ডাকাতি মামলার ৩ আসামী গ্রেফতার

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা, নির্বাহী পরিচালক দৈনিক সাতক্ষীরা দিগন্ত।

পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকা প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ডাকাতি মামলার অন্যতম তিন আসামিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পটুয়াখালীর ডিবি পুলিশ।গ্রেফতার কৃতরা হচ্ছে কাওসার, আশীষ গাইন ও রিপন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভিকটিমের নেয়া মোবাইল ফোন।

আজ ৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় পটুয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে একপ্রেস ব্রিফিং এ বাউফল সার্কেলের এএসপি আরিফ মুহাম্মদ শাকুর সাংবাদিকদের জানান, চলতি বছরের গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলীতে আমেরিকা প্রবাসী তরিকুল ইসলামের বাড়িতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে।ডাকাতদলের স্বীকোরক্তিমূলক জবানবন্দীর বরাত দিয়ে তিনি জানান, ঘটনার দিন রাতে ৬/৭ জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে একটি পরিত্যাক্ত বিল্ডিংএ অবস্থান নেন। রাত দেড়টার দিকে ডাকাতদল কয়েকজন সেলাই রেঞ্জ, বাড়ির বেলকনির গ্রীল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে। ডাকাতদল প্রথমে তরিকুল ইসলামের মা, বোনকে বেঁধে ফেলে। এ সময় রুমে থাকা বোনের বাচ্চাদের চিৎকারে তরিকুল ইসলাম তার রুম থেকে বের হয়ে আসলে ডাকাতরা তাকেও বেঁধে ফেলে, নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল লুট করে নেয়। পরে গ্রেফতারকৃত কাওসার ও রিপনকে বাড়ির সামনে দুই রুমের সামনে পাহারায় রেখে গ্রেফতার কৃত আশিষ গাইন সহ অন্য ডাকাতরা তরিকুলের বাংলাভাষী মার্কিন নাগরিক স্ত্রীকে একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। যাওয়ার সময় ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে রাতেই ডাকাতরা পালিয়ে যায়।
এ খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তদন্তে অংশ নেন পুলিশ। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের হলে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান শুরু করেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী কাওসারকে ঝিনাইদাহ জেলার মহেশপুর থানাধীন শ্যামকুড় বর্ডার এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। কাওসারের তথ্যের ভিত্তিতে প্রথমে ঢাকার দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ের একটি বস্তি থেকে আসামী রিপনকে গ্রেফতার করে এবং ডাকাতি করে নিয়ে যাওয়া মোবাইল ফোনটি তার কাছ থেকপ উদ্ধার করে। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌর এলাকা থেকে আশিষ গাইনকে গ্রেফতার করা হয়। ৪ সেপ্টেম্বর গ্রেফতারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দী শেষে বিকেলে পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়। প্রেসব্রিফং এ বাউফল সার্কেলের এএসপি আরিফ মুহাম্মদ শাকুর জানান
মামলার তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট